শেখ মাহমুদুল হাসান, সাতক্ষীরা:
সাতক্ষীরা জেলার ছয়ঘরিয়া এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করার সময় বিজিবির সদস্যরা ৩ জন বাংলাদেশী নাগরিককে আটক করেছে। রবিবার (৫ জানুয়ারি) সকালে সাতক্ষীরা সদর উপজেলার ছয়ঘরিয়া থেকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন, সাতক্ষীরা জেলার সদর উপজেলার বাঁকাল এলাকার ত্রিপ্তি ঘোষ (২০), বাবলা বিশ্বাস (১১) এবং বাগেরহাট জেলার মোড়লগজ্ঞ থানার বনগ্রাম এলাকার সুজন কুমার দাস (৩৮)।
বিজিবির ৩৩ ব্যাটেলিয়ন অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক জানান, গোপন সংবাদ পেয়ে কালিয়ানী বিজিবির নায়েক মোঃ জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে একটি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আটক ব্যক্তিরা অবৈধভাবে সীমান্ত পার হয়ে ভারতে প্রবেশ করার পরিকল্পনা করছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা তাদের অপরাধ স্বীকার করেছেন।
বিজিবি আরও জানায়, আটককৃতদের পাসপোর্ট ছাড়া সীমান্ত পারাপার করার অভিযোগে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনা সীমান্ত নিরাপত্তার দিক থেকে গুরুত্বপূর্ণ, যেখানে অবৈধ সীমান্ত পারাপার প্রতিরোধে বিজিবি অব্যাহত অভিযান পরিচালনা করছে।