সাতক্ষীরা সরকারি কলেজে ভারতীয় আগ্রাসনবিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ।

তারিক ইসলাম, সাতক্ষীরা :

ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা এবং দেশের কয়েকটি সীমান্তে ভারতীয় উগ্রবাদীদের হামলার
প্রতিবাদে ও ভারতীয় আগ্রাসনেরবিরুদ্ধে
বিক্ষোভ করেছেন সাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষার্থীরা।

আজ  ৪ ডিসেম্বর বুধবার দুপুর ১২ টায় সাতক্ষীরা সরকারি কলেজ মেইন গেটের সামনে এ বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।

মিছিলে শিক্ষার্থীরা ‘হিন্দু-মুসলিম ঐ’ক্য গড়ো, বাংলাদেশ র’ক্ষা করো’,‘ভারতীয় আধিপত্য-ভেঙে দাও রুখে দাও’,‘আবু সাইদ মুগ্ধ-শেষ হয়নি যুদ্ধ’,‘দিয়েছিতো রক্ত-আরও দেব রক্ত’, ‘ভারতীয় আগ্রাসন রুখে দেব আমরা ’, ‘জেগেছে রে জেগেছে, সাতক্ষীরা সরকারি কলেজ জেগেছে’
দূতাবাসে হামলা, সাতক্ষীরা সরকারি কলেজ মানবে না ।’ ‘সীমান্তে হামলা, সাতক্ষীরা সরকারি কলেজ মানবে না।ইত্যাদি স্লোগান দেন।

সাতক্ষীরা সরকারি কলেজ উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তারিক ইসলামের নেতৃত্বে
সমাবেশে সাতক্ষীরা সরকারি কলেজের স্নাতক পর্যায়ের বিভিন্ন বিভাগের বিভিন্ন শিক্ষা বর্ষের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইমরান হোসেন, এ.এইচ.রিফাত হোসেন,বখতিয়ার রহমান, জাস্টিস ফর জুলাই সাতক্ষীরার আহ্বায়ক ইখতেয়ারউদ্দীন, যুগ্ম আহ্বায়ক  সায়েম রহমান সিয়াম প্র‍মুখ।

সাতক্ষীরা সরকারি কলেজ উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তারিক ইসলাম বলেন, ‘ভারত দীর্ঘদিন ধরে আমাদের ওপর রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিকসহ নানা ধরনের আগ্রাসন চালিয়ে আসছে। ২৪ এর রক্তক্ষয়ী অভ্যুত্থানে এ দেশের ছাত্র-জনতা শুধুমাত্র হাসিনাকেই লাল কার্ড দেখায়নি, একই সঙ্গে লাল কার্ড দেখিয়েছে ভারতের আধিপত্যবাদ ও আগ্রাসন কেও। 

রাষ্ট্র‍বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সোহাগ হোসেন বলেন, ‘যেভাবে ভারতে বাংলাদেশের হাইকমিশনে হামলা হয়েছে, প্রত্যেক নাগরিকদের এতে প্রতিবাদ জানাতে হবে। বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় আমরা একতাবদ্ধ থাকব।’

সমাবেশে সাতক্ষীরা সরকারি কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের আবুহুরায়রা, গণিত বিভাগের, ইব্র‍াহিম হোসেন,প্র‍াণিবিজ্ঞান বিভাগের রিয়াজ রহমান,অর্থনিতি বিভাগের রায়হান রাফি,রাষ্ট্র‍বিজ্ঞান বিভাগের সোহাগ হোসেন,ইসলাম শিক্ষা বিভাগের ইমরান বাসার,পদার্থবিজ্ঞান বিভাগের, সাগর হোসেন
প্রমুখ বক্তব্য দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *