মোহাম্মদ ফাইজুল্লাহ, নিজস্ব প্রতিনিধি
রাজধানীর সরকারি সাত কলেজ নিয়ে নতুন বিশ্ববিদ্যালয়ের নাম চূড়ান্ত হয়েছে আজ। এখন থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নামে এই সাত কলেজের কার্যক্রম পরিচালিত হবে। আজ রবিবার (১৬) ইউজিসিতে শিক্ষার্থীদের ৩২ সদস্যের প্রতিনিধি দল নিয়ে সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এর আগে নতুন এই বিশ্ববিদ্যালয়ের নাম কী হবে, এই নিয়ে প্রতিনিধি দলের শিক্ষার্থীদের মধ্যে দুটি ভিন্ন মত আসে। তাদের মধ্যে ১৭ জন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পক্ষে মত দেন। তবে অন্য শিক্ষার্থীরা এই নাম চান না।
বরং তারা বলছেন, ঢাকা কলেজের পূর্ব নাম ছিল ঢাকা সেন্ট্রাল কলেজ। তারা ফেডারেল ইউনিভার্সিটি নামের পক্ষে মত দেন। পরে ইউজিসি তাদের নিজেদের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত নিতে বলে। পরে তারা আলোচনা করে একটি নামের পক্ষে নিজেদের মত দেন।