মির্জাগঞ্জবাসীর মিলনমেলায় উপজেলা স্টুডেন্টস’ ফোরামের ইফতার সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক:

বিগত বছরগুলোর ন্যায় এবারও ঢাকাস্থ মির্জাগঞ্জ উপজেলা স্টুডেন্টস’ ফোরামের পক্ষ থেকে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, জনপ্রতিনিধি, পেশাজীবী, ব্যবসায়ী ও সংগঠনের সাবেক নেতৃবৃন্দ উপস্থিতিতে মিলনমেলায় রূপ নেয়। 

বুধবার (১৯ কমার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিরাজুল ইসলাম লেকচার হলে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় সংগঠনের সাবেক সদস্যদের মধ্যে ৪১তম বিসিএস ক্যাডার হিসেবে সুপারিশপ্রাপ্তদের সম্মাননা দেওয়া হয়।

অতিথিরা শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি এলাকার উন্নয়ন, অগ্রগতিতে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে নিজ নিজ অবস্থানে থেকে কাজ করার ওপর জোর দেন।

ইফতারে সংগঠনের বর্তমান কমিটির সদস্যরা ছাড়াও ঢাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত মির্জাগঞ্জের কয়েকশ শিক্ষার্থী অংশ নেয়।

সংগঠনের সভাপতি ডা. মেহেদী হাসান সজীবের সভাপতিত্বে,  সাধারণ সম্পাদক মাজিদুর রহমান সৈকতের  সঞ্চালনায় ইফতার ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. শাহজাহান মিয়া, বাংলাদেশ পুলিশের ডিআইজি রুহুল আমিন শিপার, এসিআইয়ের পরিচালক কৃষিবিদ বশির আহমেদ, রেডক্রিসেন্ট সোসাইটির পরিচালক জাফর ইমাম শিকদার, সুবিদখালী সরকারি কলেজের সাবেক শিক্ষক অ্যাডভোকেট মো. মোস্তাফিজুর রহমান, সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আব্দুস সালাম, অ্যাডভোকেট মনিরুজ্জামান, সুপ্রিম কোর্টের আইনজীবী ও স্টুডেন্টস’ ফোরামের উপদেষ্টা অ্যাডভোকেট আবু তালেব, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় বাণিজ্য বিষয়ক সম্পাদক ও সংগঠনের উপদেষ্টা অ্যাডভোকেট খলিলুর রহমান, বঙ্গবন্ধু শেখ মজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ডেন্টাল বিভাগের সহকারী অধ্যাপক ডা. আসাদুজ্জামান সরোয়ার, ঢাকা কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ও সংগঠনের উপদেষ্টা মো. মাহমুদুল হাসান সবুজ, সহকারী সিনিয়র সচিব মো. মোশারেফ হোসেন, ডা. তানজীমুল ইসলাম, চিত্রনায়ক ইভান সাইর, ঢাকাস্থ মির্জাগঞ্জ জার্নালিস্টস ফোরামের সভাপতি মো. আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান (সজীব), ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক সুশান্ত সাহা প্রমুখ।

সংগঠনের সাবেক নেতৃবৃন্দের মধ্যে প্রতিষ্ঠাকালীন সভাপতি ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির তথ্য, প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক বোরহান উদ্দিন, সাবেক সভাপতি ও সরকা‌রি বঙ্গবন্ধু কলেজের ইং‌রে‌জি বিভাগের প্রভাষক সফিকুল ইসলাম সো‌হেল, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সচিব ও ফোরামের সাবেক সভাপতি এইচ এম বনান, সাব্বির হোসেন খান সাবু,  নূরউদ্দিন এলাহী, ইব্রাহিম হোসাইন বিপ্লব, হৃদয় ওয়াহিদ, তানভীর আহমেদ, নাজমুস শাহাদাত সাকিব,মহিবুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

ইফতারের পূর্বমুহূর্তে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *