শেখ মাহমুদুল হাসান, সাতক্ষীরা:
সাতক্ষীরার কালিগঞ্জে সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার এসোসিয়েশনের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ ডিসেম্বর ২০২৪) কালিগঞ্জের পানি উন্নয়ন বোর্ড অফিসের আশপাশে অবস্থিত সবুজে ঘেরা মনোরম পরিবেশে এ বনভোজনটি আয়োজিত হয়।
বনভোজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিগঞ্জের ৬০ ও ৭০ বছরের ঊর্ধ্ব বয়সী নানা শ্রেণি পেশার সম্মানিত সদস্যরা, যাদের মধ্যে ছিলেন সামাজিক কর্মী, অবসরপ্রাপ্ত চাকরিজীবী, বীর মুক্তিযোদ্ধা, কবি, সাহিত্যিক, শিক্ষক ও সূধীবৃন্দ। অনুষ্ঠানটি ছিল এক ভিন্ন মাত্রার মিলনমেলা, যেখানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস এবং কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. হাফিজুর রহমান।
এ অনুষ্ঠানটির সার্বিক দায়িত্বে ছিলেন কালিগঞ্জ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি, বিশিষ্ট প্রাবন্ধিক ও সাহিত্যিক অধ্যাপক গাজী আজিজুর রহমান এবং সাধারণ সম্পাদক, গ্রাম ডাক্তার এবং ভাড়াশিমলা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল কাদের।
বনভোজনের আয়োজনের মধ্যে ছিল খেলাধুলা, র্যাফেল ড্র, পুরস্কার বিতরণ, কবিতা পাঠ ও সংগীতানুষ্ঠান। উপস্থিত সবাই মিলে একটি আনন্দমুখর পরিবেশে দিনটি উপভোগ করেন, যা সিনিয়র সিটিজেনদের জন্য একটি স্মরণীয় অভিজ্ঞতা হয়ে থাকবে।