শেখ মাহমুদুল হাসান, সাতক্ষীরা:
সাতক্ষীরার কালিগঞ্জে কবি তীর্থ দোলনচাঁপা সাহিত্য পরিষদের সাধারণ সভা ও নতুন কমিটি গঠন অনুষ্ঠিত হয়েছে। শনিবার, ৪ জানুয়ারি ২০২৫ সকাল ১০ টায় কালিগঞ্জ প্রেসক্লাবের হলরুমে কবি সুকুমার দাশ বাচ্চুর সভাপতিত্বে ও কবি হাফিজুর রহমান শিমুলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন কবি আলী সোহরাব, কবি আমিরুল ইসলাম, কবি শাহাদাৎ হোসেন সাজু, কবি সৈয়দ মোমেনুর রহমান, কবি জিএম পারভেজ, কবি আব্দুর রব, এবং শেখ আতিকুর রহমান প্রমুখ।
সভায় কবি তীর্থ সাহিত্য পরিষদের কালিগঞ্জ উপজেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়। সুকুমার দাশ বাচ্চু সভাপতি, আলী সোহরাব সাধারণ সম্পাদক এবং এম হাফিজুর রহমান শিমুল সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন। মোট ৫১ সদস্য বিশিষ্ট এই কমিটি আগামী দুই বছর দায়িত্ব পালন করবে। এছাড়া, অধ্যাপক গাজী আজিজুর রহমান কে প্রধান উপদেষ্টা এবং সাত সদস্যের উপদেষ্টা পরিষদ গঠন করা হয়।
এ উপলক্ষে উপস্থিত কবি সাহিত্যিকদের আলোচনা ও মতবিনিময় শেষে কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়, যা এই সাহিত্য পরিষদের নতুন উদ্যোমে কাজ করার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।