‘ঈদে’ গাজায় যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি হামাস

মোহাম্মদ ফাইজুল্লাহ, নিজস্ব প্রতিবেদক

মিশর এবং কাতারের দেওয়া যুদ্ধবিরতির প্রস্তাবে হামাস সম্মত হয়েছে বলে জানিয়েছেন গোষ্ঠীটির প্রধান খলিল আল-হায়্যা। গত শনিবার (২৯ মার্চ) এক টেলিভিশন বক্তৃতায় এ কথা বলেন তিনি। প্রস্তাব অনুযায়ী হামাস প্রতি সপ্তাহে ৫ জন করে ইসরায়েলি বন্দি জিম্মিকে মুক্তি দেবে। 

আজ রবিবার (৩০ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে বার্তাসংস্থা রয়টার্স। 

টেলিভিশনে দেওয়া ভাষণে খলিল আল-হায়্যা বলেন, দুই দিন আগে, আমরা মিসর ও কাতারের মধ্যস্থতাকারীদের কাছ থেকে একটি প্রস্তাব পেয়েছি। আমরা এটি ইতিবাচকভাবে বিবেচনা করেছি এবং এটি গ্রহণ করেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *