মোহাম্মদ ফাইজুল্লাহ:
মার্কিন সাম্রাজ্যবাদের মদদে ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন বিরুদ্ধে আজ
সোমবার (৭ এপ্রিল) বিশ্বব্যাপী ‘নো ওয়ার্ক, নো স্কুল’ কর্মসূচি পালিত হয়।
আর এই কর্মসূচির প্রতি সংহতি পোষণ করে ইসরায়লি গনহত্যার বিরুদ্ধে পটুয়াখালী জেলায় প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি এ প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণ করে জেলার সর্বস্তরের জনগণ।
ইসরায়লি দখলদার বাহিনীর বর্বরতার বিরুদ্ধে সোচ্চার হয়ে ওঠে মানুষজন।
টানা প্রায় ১৮ মাস ধরে চালানো এই আগ্রাসনে এখন পর্যন্ত নিহত হয়েছেন ৫০ হাজারেরও বেশি ফিলিস্তিনি।
এর মধ্যে গত ২০ দিনেই গাজায় প্রায় ৫০০ শিশুকে হত্যা করেছে ইসরায়েল।
উল্লেখ্য যে, গত সপ্তাহে নেতানিয়াহু গাজায় আক্রমণ আরও বাড়ানোর ঘোষণা দেন। এছাড়া ফিলিস্তিনি এই ছিটমহল থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদের বিষয়ে ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়নের প্রচেষ্টাও চলছে। ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় নৃশংস ইসরায়েলি আক্রমণে প্রায় ৫০ হাজার ৭০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু।