কলারোয়া আলিয়া মাদ্রাসা পরিদর্শনে শিক্ষা সচিব

শেখ মাহমুদুল হাসান, কলারোয়া, সাতক্ষীরা:

সাতক্ষীরার কলারোয়া আলিয়া মাদ্রাসার উন্নয়ন প্রকল্পের আওতাধীন নির্মিত চারতলা ভবনের নির্মাণ কাজ পরিদর্শন করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগের মাননীয় সচিব ড. খ ম কবিরুল ইসলাম। আজ শনিবার (১৪ই ডিসেম্বর) সকাল ১০টায় তিনি মাদ্রাসা পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি মাদ্রাসার শিক্ষকদের সাথে মতবিনিময় করেন এবং পড়াশোনার মান ও শিক্ষার্থীদের বিষয়েও খোঁজ নেন। তিনি বলেন, “কলারোয়া আলিয়া মাদ্রাসা এবং কাকডাঙ্গা ফাযিল মাদ্রাসার চারতলা ভবনের নির্মাণ কাজের সব অভিযোগ গুরুত্বসহকারে শুনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জহিরুল ইসলাম, জেলা ও উপজেলা পর্যায়ের প্রকৌশলীরা, মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আহমদ আলী, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, ছাত্র-ছাত্রীসহ অন্যান্য অতিথিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *