আ.লীগের নৈরাজ্যে ঠেকাতে পল্টন থানা যুবদলের বিশাল মিছিল

নিজস্ব প্রতিবেদক

পতিত স্বৈরাচার শেখ হাসিনার ডাকা বিক্ষোভ মিছিল রাজপথেই রুখে দিলো পল্টন থানা যুবদল নেতারা,জনগণকে দিলো রাষ্ট্র সংস্কারের লিফলেট। আওয়ামী লীগের নৈরাজ্য সৃষ্টির বিরুদ্ধেঢাকা মহানগর যুবদল দক্ষিণের আহ্বায়ক এনামুল হক এনাম ও পল্টন থানা যুবদলের সাবেক সহ সভাপতি ও ১৩ নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি মো. মিজানুর রহমান টিপুর নেতৃত্বে রাজপথে বিশাল প্রতিরোধ মিছিল করে।

সকাল দশটায় বাইতুল মোকাররম হাউজ বিল্ডিং এলাকা থেকে শুরু হয়ে পল্টন মোড় মুক্তাঙ্গন,সচিবালয় এলাকা ও জিরো পয়েন্ট প্রদক্ষিণ করে আওয়ামী লীগের কার্যালয়ের সামনের থেকে ঘুরে আবার জিরো পয়েন্ট হয়ে বাইতুল মোকারম মসজিদের দক্ষিণ গেট, গুলিস্তান এলাকা, বঙ্গভবন, রাজউক হয়ে দৈনিক বাংলা মোড় হয়ে প্রেসক্লাবের সামনে দিয়ে ঘুরে পল্টন মোড়। এবং বিজয়নগর, নাইটেঙ্গেল মোড় প্রদক্ষিণ করে ফকিরাপুল মোড় হয়ে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে মিছিলটি শেষ হয়।মিছিলের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় রাষ্ট্র সংস্কার ও রাষ্ট্র মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়।

যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম সম্পাদক বিল্লাল হোসেন তারেক, যুবদল ঢাকা মহানগর দক্ষিণের বিপ্লবী আহ্বায়ক খন্দকার এনামুল হক এনাম, যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন বাবলু, সাবেক যুগ্ম আহ্বায়ক আশিফুর রহমান বিপ্লব, সাবেক যুগ্ম আহ্বায়ক জাকির আহমেদ বাবু, পল্টন থানা যুবদলের মোঃ মিজানুর রহমান টিপু, খলিল, মনা, লিওন,মামুন, হালিম, শামীমসহ আরও অনেকে মিছিলে অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *