রিয়াজুল ইসলাম রায়হান
শুক্রবার (০১ নভেম্বর) সরকারি বাঙলা কলেজের কেন্দ্রীয় খেলার মাঠে ঢাকায় অবস্থানরত পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার শিক্ষার্থীদের সংগঠন ” মির্জাগঞ্জ উপজেলা স্টুডেন্টস’ ফোরাম ‘ঢাকার মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের গতিশীলতা ও পরিধি বৃদ্ধির লক্ষ্যে আয়োজন করা হয় আলোচনা সভার। ডাঃ মেহেদী হাসান সজিবের সভাপতিত্বে ও মাজিদুর রহমান সৈকতের সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জাগঞ্জ উপজেলা স্টুডেন্টস ফোরামের উপদেষ্টা জনাব এইচ এম আলমগীর সাইদ, সদ্য সাবেক সভাপতি নাজমুস শাহাদত সাকিব, সদ্য সাবেক সাধারণ সম্পাদক মহিবুল হাসান। এছাড়াও উপস্থিত ছিলেন বর্তমান কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও নবাগত শিক্ষার্থীবৃন্দ।সকলের সাথে শুভেচ্ছা বিনিময় ও পরিচয় পর্বের পরেই মূল আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা একে একে বিভিন্ন প্রস্তাব ও কর্মপরিকল্পনা উত্থাপন করেন।
বক্তারা বলেন, মির্জাগঞ্জের সর্ববৃহৎ সংগঠন মির্জাগঞ্জ উপজেলা স্টুডেন্টস’ ফোরাম । ঢাকায় অবস্থানরত শিক্ষার্থীদের সকল প্রয়োজনে সদাসর্বদা পাশে থাকে এই সংগঠনটি। মুমূর্ষু রোগীকে রক্তদান থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠানে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের সহায়তা, বৃক্ষরোপণ কর্মসূচি, বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ সহ অন্যান্য সেচ্ছাসেবী কাজে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বিভিন্ন মহলে প্রশংসা কুড়িয়েছে।
সভাপতির সমাপনী বক্তব্যে বিভিন্ন প্রস্তাব সম্পর্কে আলোচনা করেন। সর্বোপরি শিক্ষার্থীদের যেকোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দেন। কুইজ প্রতিযোগিতার আয়োজন, কালচারাল প্রোগ্রাম, নেটওয়ার্কিং, রক্তদান কর্মসূচি ইত্যাদি বিষয়ে সংক্ষিপ্ত বক্তব্য পেশ করেন।
সবশেষে অতিথিদের আপ্যায়ন ও গ্রুপ ফটোসেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।