আমিনুল ইসলাম, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
ফেসবুকে মহানবী সাঃ কে নিয়ে (বিরূপ মন্তব্য) কটুক্তির প্রতিবাদে ওই ব্যাক্তিকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে শাস্তির দাবিতে দিনাজপুরের ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদসভা করেছেন তৌহিদি জনতা।
শুক্রবার (৪এপ্রিল) দুপুরে জুমার নামাজের পর পৌর শহরের নিমতলা মোড় কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পৌর শহরের প্রধান প্রদান সড়ক প্রদক্ষিণ শেষে পুনোরায় নিমতলা মোড়ে এসে জমায়েত হয়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
এর আগে গত (২ এপ্রিল) দিনাজপুর সদর উপজেলার ৮নং শংকরপুর ইউনিয়নের) মোহনপুর) বনতাড়া বালুপাড়া গ্রামের কমল দাসের ছেলে সবুজ দাশ মহানবী (সা.) কে নিয়ে (সোশ্যাল মিডিয়ায়) ফেসবুকে কটুক্তি করে স্ট্যাটাস দেয়। স্থানীয়রা তা দেখে ক্ষিপ্ত হয়ে সবুজ দাসের বাড়ি ঘর গুড়িয়ে দেওয়ার চেষ্টা করে, খবর পেয়ে স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, নিমতলা মোড় কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা শাহাদাতুল্লা, ইসলামী আন্দোলন বাংলাদেশ ফুলবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা সাখাওয়াত হোসেন, সাংবাদিক আল আমিন বিন আমজাদ, খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় নেতা এস এম নাজিব, নবীন আলেম মাওলানা জাকির হাবিবসহ আরও অনেকে।
এ সময় বক্তারা সবুজ দাস কে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবী জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন।
তারা বলেন, মহানবী (সা:) কে নিয়ে কটুক্তিকারীকে কোনভাবেই ছাড় দেওয়া হবে না।