আজ প্রিয়জনকে ফুলের ঝুড়ি উপহার দেয়ার দিন

আলোর সমাহার ডেস্ক:

‘পুষ্প আপনার জন্য ফোটে না’ বলেছিলেন সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। নিরেট সত্য কথা। ফুল প্রকৃতির নিয়মে প্রস্ফুটিত হলেও আখেরে উপকৃত হয় পৃথিবীর প্রাণিকুল। আমাদের খাদ্য, ওষুধ, কাপড়, রং কিংবা অন্য অনেক নিত্যপ্রয়োজনীয় বস্তুর মূলে কিন্তু রয়েছে এই ফুল। সৌরভ আর সৌন্দর্যের কথা তো বলাই বাহুল্য। প্রণয়ে কিংবা বরণে ফুল অপরিহার্য। মুখ ফুটে প্রিয় মানুষটিকে বলতে পারছেন না মনের কথা? একগুচ্ছ ফুল তুলে দিন তাঁর হাতে। আপনার হয়ে বলে দেবে হৃদয়ের কথা। মান ভাঙাতে, মন রাঙাতে, আচমকা চমকে দিতে, মুহূর্তে মন জয় করে নিতে ফুলের চেয়ে অব্যর্থ বিকল্প কিছু হতেই পারে না।

ফুল প্রাকৃতিক পরিশোধক। মানসিক চাপ ও দুশ্চিন্তা হ্রাসে টনিকের মতো ভূমিকা রাখে। ফুলের সুগন্ধ ও সৌন্দর্য আমাদের দেহে হ্যাপি-হরমোনের নিঃসরণ ঘটায়।

আজ ৪ জানুয়ারি, ফুলের ঝুড়ি উপহার দেওয়া দিবস (ফ্রি ফ্লাওয়ার বাস্কেট ডে)। বছরটা যেন প্রিয় মানুষের জন্য ফুলের মতো সুন্দর, স্নিগ্ধ ও বিশুদ্ধ হয়ে ওঠে—এই ভাবনা থেকে দিবসটির চল। প্রচলনের দিন–তারিখ জানা না গেলেও এটি মোটামুটি ধারণা করা যায়, শুভেচ্ছা কার্ড শিল্পের হাত ধরেই এটি শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *