খানবাহাদুর আহ্ছানউল্লাহ (র.) এর ১৫১তম জন্মবার্ষিকী উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত

শেখ মাহমুদুল হাসান, সাতক্ষীরা:

সুলতানুল আউলিয়া কুতুবুল আকতাব হযরত শাহসূফী আলহাজ্জ হজরত খানবাহাদুর আহ্ছানউল্লাহ (র.) এর ১৫১তম জন্মবার্ষিকী উপলক্ষে এক সেমিনার ও মাসব্যাপী চক্ষুসেবা কর্মসূচির সমাপনী এবং কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান শনিবার (২৮ ডিসেম্বর) পাক রওজা শরীফ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।

নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সহ-সভাপতি আলহাজ্ব ডাঃ আফতাবুজ্জামানের সভাপতিত্বে সকাল ১০টা থেকে বেলা ১:৩০ পর্যন্ত অনুষ্ঠিত সেমিনারে খানবাহাদুর আহ্ছানউল্লা ইনস্টিটিউটের পরিচালক মনিরুল ইসলাম সঞ্চালনা করেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোস্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান ড. আব্দুল মজিদ। বিশেষ আলোচক ছিলেন সাতক্ষীরার জেলা প্রশাসক মোস্তাক আহমেদ, কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল, এবং গ্লোবাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর এমিরেটাস ড. আনিসুজ্জামান।

সেমিনারে মূল আলোচক হিসেবে বাংলা সাহিত্যের কথা সাহিত্যিক, প্রবীণ অধ্যাপক গাজী আজিজুর রহমান এবং খানবাহাদুর আহ্ছানউল্লা ইনস্টিটিউটের মহা পরিচালক এএফএম এনামুল হক উপস্থিত ছিলেন। প্রবন্ধ পাঠ করেন অধ্যাপক ড. মো. একরাম হোসেন। তিনি বলেন, “বৃটিশ শাসনামলে যখন ইংরেজি শিক্ষাকে মুসলমানরা হারাম মনে করতেন, সে সময়ে হজরত খানবাহাদুর আহ্ছানউল্লাহ (র.) শিক্ষা বিভাগের উচ্চ পদে যোগদান করেন। তার শিক্ষা চিন্তা ও কর্ম আমাদের জন্য পথপ্রদর্শক।”

এ এফ এম এনামুল হক তার বক্তব্যে বলেন, “খানবাহাদুর আহ্ছানউল্লাহ (র.) বরিশাল ও চট্টগ্রাম অঞ্চলে চাকুরী জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সময় মুসলিম বুদ্ধিজীবীদের মধ্যে অন্যতম ছিলেন।” তিনি আরও জানান, হজরত খানবাহাদুর আহ্ছানউল্লাহ (র.) হযরত ওয়ারেছ পাক (র.) এর নির্দেশে হযরত গফুর শাহ (র.) এর কাছে বায়াত গ্রহণ করেন এবং তার জীবন ও কর্মের উপর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সেমিনার ও গবেষণা চলছে।

বক্তারা আরো বলেন, আল্লাহ যখন কোন জাতিকে ভালোবাসেন, তিনি তাদের কাছে একজন ওলী পাঠান। হজরত খানবাহাদুর আহ্ছানউল্লাহ (র.) তার জীবনব্যাপী মানুষকে নৈতিক, আলোকিত ও আদর্শবান করার জন্য কাজ করেছেন। তিনি ছিলেন একজন মহান মানবদরদী, যার কর্মকাণ্ড ভবিষ্যত প্রজন্মের জন্যও প্রেরণার উৎস থাকবে।

অনুষ্ঠানে পাক রওজা শরীফের খাদেম আলহাজ্জ মো. আব্দুর রাজ্জাক, কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আমিনুর রহমান, কেন্দ্রীয় মিশনের সহ-সভাপতি আলহাজ্জ মাষ্টার সাইদুর রহমান, গণমাধ্যম কর্মী এবং হাজার হাজার ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।

সমাপনী বক্তব্যে ড. আফতাবুজ্জামান অনুষ্ঠানে আগত সকল অতিথি ও প্রবন্ধকারদের ধন্যবাদ জানিয়ে বলেন, “আজকের এই সেমিনার আমাদের জন্য এক অনন্য শিক্ষা ও প্রেরণা।” শেষে মোনাজাত পরিচালনা করেন হাফেজ হাবিবুর রহমান ঈমাম (নলতা শরীফ শাহী জামে মসজিদ)। এর আগে মুর্শিদি গজল পরিবেশন করেন ফিরোজ আলম এবং পবিত্র কুরআন তেলাওয়াত করেন হাফেজ জুবায়ের হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *