শেখ মাহমুদুল হাসান, কলারোয়া, সাতক্ষীরা:
আজ ৫৩ তম জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২৫ এর কলারোয়া জোন পর্যায়ের খেলায় ক্রিকেট ও ভলিবল ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। ক্রিকেটের ফাইনালে মুখোমুখি হয়েছিল কলারোয়া সরকারি পাইলট হাইস্কুল এবং কলারোয়া মডেল হাইস্কুল। এক উত্তেজনাপূর্ণ ম্যাচে কলারোয়া সরকারি পাইলট হাইস্কুল ৫৩ রানে জয়লাভ করে চ্যাম্পিয়ন হয়, এবং কলারোয়া মডেল হাইস্কুল রানার আপ হওয়ার গৌরব অর্জন করে।
এদিকে, ভলিবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে কে,এল,আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, এবং রানার আপ হয়েছে ইসলামপুর দাখিল মাদ্রাসা।
খেলা শুরুর আগে উভয় দলের খেলোয়াড়দের সাথে সৌহার্দ্য বিনিময় করেন কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেখ তামিম আজাদ মেরিন, কলারোয়া মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ রুহুল আমিন, শিক্ষকগণ আঃ মান্নান, মোঃ শফিকুল ইসলাম, মোঃ তজিবুর রহমান, মোঃ গফুর, শেখ সেলিম, ফুটবল কোচ মাসউদুল ইসলাম মাসুদ, আঃ আলিম রিগ্যান, এবং সাংবাদিকগণ মোঃ আরিফ মাহমুদ, মাহফুজা খাতুন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেখ তামিম আজাদ মেরিন, তিনি বলেন, “ক্রীড়াই পারে নতুন প্রজন্ম গড়তে, আর নতুন প্রজন্ম দেশ ও জাতি গঠনে অগ্রনী সৈনিক। সেজন্য খেলার কোন বিকল্প নেই।”
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহিন।
এ আয়োজনে অংশগ্রহণকারী সকল খেলোয়াড়, কোচ এবং আয়োজকদের ধন্যবাদ জানানো হয়।