মোঃ মোস্তাইন বিল্লাহ, দেওয়ানগঞ্জ প্রতিনিধি:
দেওয়ানগঞ্জের সানন্দবাড়িতে মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
চরআমখাওয়া ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক নুরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
শনিবার (২৬ জুলাই ) সকাল ১১টায় স্থানীয় প্রশাসনের উদ্যোগে চরআমখাওয়া ইউনিয়ন পরিশোধ কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় ২ নং চরআমখাওয়া ইউনিয়ন পরিশোধ চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়ার সভাপতিত্বে, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , চরআমখাওয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও তারাটিয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আবুল হাশেম মাস্টার, সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই ফরহাদ হোসেন।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন চরআমখাওয়া ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আব্দুল মজিদ আকন্দ, চরআমখাওয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক শহিদুর রহমান, চরআমখাওয়া ইউনিয়ন বিএনপির সানন্দবাড়ী বাজার কমিটির সভাপতি আব্দুল মতিন সরকার, সানন্দবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক কবি আজিজুর রহমান, চরআমখাওয়া ইউনিয়ন পরিশোধ সদস্য রফিকুল ইসলাম, চরআমখাওয়া ইউনিয়ন পরিশোধ সদস্য বাবুল আক্তার, সানন্দবাড়ী বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবুল কালাম আজাদ, সানন্দবাড়ী লম্বা পাড়া জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল হাকিম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফ্রেডারেশন ২ নং চরআমখাওয়া ইউনিয়ন শাখার সভাপতি শহিদুর রহমানসহ অনেকেই।
সভায় বক্তারা মাদকের ভয়াবহতা, তরুণ সমাজে এর বিরূপ প্রভাব এবং অবৈধ পাচার প্রতিরোধে প্রশাসনসহ সকল শ্রেণি-পেশার মানুষের সমন্বিত ভূমিকার গুরুত্ব তুলে ধরেন।
এসময় প্রধান অতিথি’র বক্তব্যে অধ্যাপক নুরুল ইসলাম মাদকের ভয়াবহ বিভিন্ন দিক উল্লেখ্য করে মাদক নিয়ন্ত্রণে সকলকে একসাথে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।