শেখ মাহমুদুল হাসান, সাতক্ষীরা:
সাতক্ষীরা জেলা রোভার স্কাউটসের উদ্যোগে ২২ মার্চ সকালে ছফুরন নেছা মহিলা কলেজে অনুষ্ঠিত হয়েছে ইয়ুথ ফোরাম।
এ আয়োজনের উদ্বোধন করেন রোভার অঞ্চলের প্রাক্তন সম্পাদক প্রফেসর মো. মনিরুজ্জামান। জেলা রোভার স্কাউটস এর কমিশনার অধ্যক্ষ রেজাউল করিম এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই ফোরামে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন কমিশনার ইমদাদুল হক, জেলা রোভার স্কাউটস এর কোষাধ্যক্ষ কাজী আব্দুস সবুর, সম্পাদক মো. আবু তালেব, প্রাক্তন সম্পাদক এস এম আসাদুজ্জামান, এ এস এম আব্দুর রশিদ, জেলা রোভার স্কাউটস এর আরএসএল প্রতিনিধি আকুঞ্জি সেলিম হোসেন, ছফুরন নেছা মহিলা কলেজের রোভার স্কাউট লিডার ফারহা দিবা খান সাথী, আশাশুনি সরকারি কলেজের রোভার স্কাউট নেতা পবিত্র কুমার দাশ, দিবা নৈশ কলেজের রোভার স্কাউট নেতা আব্দুল্লাহ আল মামুন, হাজী নাসির উদ্দিন কলেজের রোভার স্কাউট নেতা মো. ওবাইদুল্লাহ আহমেদ, স্বপ্নসিঁড়ি মুক্ত রোভার স্কাউট গ্রুপের সম্পাদক নাজমুল হক, সিনিয়র রোভার ইয়াকুব আলী, নাহিদ, রজনী সুলতানা প্রমুখ।
ইয়ুথ ফোরামে রোভার স্কাউটরা অংশগ্রহণ করেন নির্ধারিত বক্তৃতা, উপস্থিত বক্তৃতা, বিতর্ক প্রতিযোগিতা সহ নানা কর্মসূচিতে। তারা এই আয়োজনের মাধ্যমে নিজেদের দক্ষতা, নেতৃত্বের গুণাবলি এবং সামাজিক দায়িত্ববোধের প্রতি সচেতনতা প্রদর্শন করেন।
এছাড়া, অনুষ্ঠানের শুরুতেই জেলা রোভার স্কাউটস “আর্থ আওয়ার” কর্মসূচি পালন করে, যেখানে পরিবেশ সচেতনতা এবং বিশ্ব পরিবেশের প্রতি একাত্মতার বার্তা দেওয়া হয়।
এ ধরনের আয়োজন রোভার স্কাউটদের মধ্যে দলগত কাজ, দায়িত্ববোধ এবং সামাজিক অবদান বাড়ানোর একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে কাজ করে।