তারিক ইসলাম, নিজস্ব প্রতিবেদক:
যমজ ছেলে যমজ মেয়ে আল্লাহ পাকের দান, দ্বীনের পথে গড়তে হবে এটাই আহ্বান’ এই স্লোগানে সাতক্ষীরায় যমজ সন্তান পরিবারের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার (১৪ মার্চ) সকাল ১১টায় শহরের ম্যানগ্রোভ সভাঘরে যমজ পরিবারের মোঃ আরিফুল ইসলাম এর আয়োজনে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।
হাফেজ মোঃ সাইফুদ্দিন এঁর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সমাজসেবক ডা. আবুল কালাম বাবলা।
প্রধান অতিথি বলেন, যমজ সন্তান পরিবারের এই আয়োজন শিশুকাল থেকে সকলকে দ্বীনের পথে গড়ে উঠতে সহায়ক ভূমিকা পালন করবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মুহাম্মদ আসাদুল্লাহ, কবি স ম তুহিন, যমজ সন্তান পরিবারের উপদেষ্টা শেখ আব্দুল ওয়াহেদ প্রমুখ।
অনুষ্ঠানে যমজ সন্তান পরিবারের যমজ সন্তানেরা কুরআন তেলাওয়াত, ইসলামিক সংগীত ও নামাজ প্রদর্শনীতে অংশগ্রহণ করেন। পরে বিজয়ী যমজ সন্তানদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন যমজ সন্তান পরিবারের অভিভাবক শেখ সাঈদ হাসান, হাফেজ সাইফুদ্দিন, মোঃ মামুন হোসেন, মাহাবুর রহমান, মোঃ জহুরুল ইসলাম প্রমুখ। বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন হাফেজ মাওলানা ইব্রাহিম খলিল ও হাফেজ তানভীর হাসান।
ইসলামী গজল পরিবেশন করেন আরিফুল ইসলাম।