শেখ মাহমুদুল হাসান, কলারোয়া, সাতক্ষীরা:
সাতক্ষীরা, ২৫ ডিসেম্বর ২০২৪: সাতক্ষীরার কলারোয়া উপজেলার ১২ নং যুগীখালী ইউনিয়নের চেয়ারম্যান রবিউল হাসানের ছোট ছেলে তাহসিন তানজুম কল্প সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে গত ২৪ ডিসেম্বর ২০২৪ রাত ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স ছিল মাত্র ২০ বছর। তিনি ওইদিন বিকেলে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন এবং পরে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
তাহসিন তানজুম কল্পের অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবার, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও এলাকাবাসীর মধ্যে। তার মৃত্যুতে কলারোয়া উপজেলার যুগীখালী ইউনিয়নসহ পুরো সাতক্ষীরায় শোকের মাতম চলছে।
তিনি ছিলেন একজন মেধাবী ও সুশিক্ষিত যুবক, এবং তার আকস্মিক মৃত্যু পরিবারসহ পুরো এলাকায় গভীর শোকের সৃষ্টি করেছে। তাহসিনের অকাল মৃত্যুতে তার পরিবার ও এলাকাবাসীর প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন স্থানীয় নেতা, জনপ্রতিনিধি ও এলাকাবাসী।