মীযান মুহাম্মদ হাসান
শনিবার (০৯/১১/২৪ইং) বেলা দুইটা। রাজধানী ঢাকাস্থ যাত্রাবাড়ীর তাহফিজুল কুরআন ওয়াসসুন্নাহ মাদরাসার উদ্যোগে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সরকার অনুমোদিত আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ এর অধীনে পরিচালিত ১৪৪৫ হিজরি শিক্ষাবর্ষে মোতাবেক ২০২৪ ইং অনুষ্ঠিত কেন্দ্রীয় পরীক্ষায় মেধা তালিকায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীকে এই জাতীয় সংবর্ধনা প্রদান করা হশ। এ ছাড়া নগদ অর্থ ও সম্মাননা দেওয়া হয়।
মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক, শায়েখ হাফেজ কারী নাজমুল হাসানের সভাপতিত্বে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
এ সময় সংবর্ধনা অনুষ্ঠানে আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ–র অধীনে ১৪৪৫ হিজরি শিক্ষাবর্ষে মেধা তালিকায় প্রথম স্থান অধিকারী মুহাম্মদ শাব্বীর আহমেদ খোন্দকারকে নগদ-১,০০,০০০/- (এক লক্ষ টাকা) ও সম্মাননা ক্রেস্ট; দ্বিতীয় স্থান অধিকারী আব্দুল্লাহ আল মাহমুদকে নগদ ৭০,০০০/- (সত্তুর হাজার টাকা) ও সম্মাননা ক্রেস্ট এবং তৃতীয় স্থান অধিকারী আবু উমামাকে ৫০,০০০/- ( পঞ্চাশ হাজার টাকা) ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড—বেফাকের আমেলা (কার্য নির্বাহী) সদস্য ও আল মারকাযুল ইলমীর মহাপরিচালক, শায়েখ মিজানুর রহমান (খুলনার হুজুর) ও সাংবাদিক পাক্ষিক সবার খবর সম্পাদক আবদুল গাফফার অনুষ্ঠানটি পরিচালনা করেন।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের পেশ ইমাম মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভী। শাইখুল হাদিস, আল্লামা আব্দুর রহমান (উজানী) কওমি মাদরাসা শিক্ষক সমিতির সভাপতি। মাওলানা আব্দুল কাইয়ুম সুবহানী, লেখক সংগঠক ও অনলাইন অ্যাক্টিভিস্ট মাওলানা রুহুল আমীন সাদী।
আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ–র অফিস প্রধান, মুফতি ওসিউর রহমান। সাভার সেন্ট্রাল জামে মসজিদের খতিব, মাওলানা জাকারিয়া আল হুসাইনী। রাবেতাতুল মাদারিসিল কওমিয়া যাত্রাবাড়ীর সভাপতি, মুফতি বোরহান উদ্দিন রাব্বানী। জামিয়া ইসলামিয়া মাদানিয়া যাত্রাবাড়ী বড় মাদরাসার প্রধান আদিব মাওলানা নোমান আব্দুল গনী আল মাদানী। খাদেমুল ইসলাম বাংলাদেশ, ঢাকা মহানগরের আমির, হাফেজ মাওলানা আজিজুর রহমান। আল মারকাজুল হানাফীর মহাপরিচালক মুফতি নোমান কাসেমী।
আরও উপস্থিত ছিলেন, কওমি মাদরাসা শিক্ষক সমিতির মহাসচিব, মাওলানা আতাউর রহমান আতিকী, মুফতি মনজুরুল ইসলাম কাসেমী, মুফতি ইমামুদ্দীন, মুফতি তাওহিদুল ইসলাম, মুফতি জাকারিয়া, মুফতি মশিউর রহমান রাব্বানী, মুফতি ফয়জুল্লাহ, মাওলানা রফিকুল ইসলাম ও মাওলানা জাফর সাদেক জুলফিকার প্রমুখ।
সভাপতির বক্তব্যে শায়েখ হাফেজ কারী নাজমুল হাসান বলেন, মহান আল্লাহ রাব্বুল আলামীনের শুকরিয়া জ্ঞাপন করছি। আমরা আজকে যাদেরকে সম্মাননা দিয়ে মূল্যায়ন করেছি, তারা এ জাতির কওমি অঙ্গনের আগামী দিনের ইলমে নববীর উজ্জ্বল নক্ষত্র। তাদেরকে মূল্যায়ন করতে পারায় নিজের জন্য সৌভাগ্য মনে করছি।
যারা আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের অধীনে ১৪৪৫ হিজরি শিক্ষাবর্ষে মেধা তালিকায় প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেছে। আমাদের অনেক ইচ্ছে ছিল, বড় পরিসরে বৃহৎ আয়োজনের মাধ্যমে তাদেরকে মূল্যায়ন করার। কিন্তু তা সম্ভব না হলেও। আমরা শুরু করেছি।
তারা সারা বাংলাদেশের কওমি পড়ুয়াদের মাঝে মেধায় শীর্ষে। আমরা চাই এখানে প্রত্যেকটি তালিবে ইলম তাদের মতো হোক। সবার একমাত্র লক্ষ্য হোক ইলমে নববীর আলোয় নিজেকে আলোকিত করা। ভালো হাফেজ হওয়ার সাথে সাথে আমাদেরকে ভালো আলেম হতে হবে।