মির্জাগঞ্জ উপজেলা স্টুডেন্টস’ ফোরাম, ঢাকার মাসিক সভা ও ফল উৎসব অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:
ঢাকাস্থ পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার শিক্ষার্থীদের সংগঠন “মির্জাগঞ্জ উপজেলা স্টুডেন্টস’ ফোরাম, ঢাকা” এর আয়োজনে মাসিক আলোচনা সভা ও ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে।

সরকারি বাঙলা কলেজের কেন্দ্রীয় খেলার মাঠে আয়োজিত এই মিলনমেলায় ফোরামের সদস্যবৃন্দ, নবীন-প্রবীণ শিক্ষার্থী, শুভাকাঙ্ক্ষী এবং আমন্ত্রিত অতিথিদের উপস্থিতি অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তোলে।

উক্ত সাধারণ সভা ও ফল উৎসবে সংগঠনের সার্বিক কার্যক্রম, বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি, সদস্যদের একতা ও ভবিষ্যৎ পরিকল্পনা,শিক্ষার্থীবান্ধব বিভিন্ন কর্মসূচি এবং সংগঠনের বার্ষিক বনভোজন ও শিক্ষা সফরের ব্যাপারে আলোচনা করা হয়। সকলের মতামত ও আলোচনার পরিপ্রেক্ষিতে বিভিন্ন শিক্ষার্থীবান্ধব কর্মসূচি গৃহীত হয়। পরে মৌসুমি ফলভিত্তিক এক আনন্দঘন উৎসবের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাকিল শিকদার ফয়সাল, সিনিয়র সহ-সভাপতি, মির্জাগঞ্জ উপজেলা স্টুডেন্টস’ ফোরাম, ঢাকা। অনুষ্ঠান পরিচালনা করেন মাজিদুর রহমান সৈকত, সাধারণ সম্পাদক।
এছাড়াও উপস্থিত ছিলেন মির্জাগঞ্জ উপজেলা স্টুডেন্টস’ ফোরাম ঢাকা’র সম্মানিত উপদেষ্টা ও প্রতিষ্ঠাতা সহ-সভাপতি সাব্বির হোসেন খান সাবু,মির্জাগঞ্জ উপজেলা স্টুডেন্টস’ ফোরাম ঢাকা’র সম্মানিত উপদেষ্টা ও সাবেক সাধারণ সম্পাদক মোঃ নুরুদ্দিন এলাহি,মির্জাগঞ্জ উপজেলা স্টুডেন্টস’ ফোরাম,ঢাকা’র সম্মানিত উপদেষ্টা ও সরকারি বাঙলা কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব হাফিজুর রহমান হাফিজ,মির্জাগঞ্জ উপজেলা স্টুডেন্টস’ ফোরাম,ঢাকা’র সম্মানিত উপদেষ্টা ও মিরপুর এ এইচ মডেল স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ আলমগীর সাঈদ,মির্জাগঞ্জ উপজেলা স্টুডেন্টস’ ফোরাম,ঢাকা’র সম্মানিত উপদেষ্টা ও সাবেক সভাপতি ইসমাঈল হোসেন নাহিদ,মির্জাগঞ্জ উপজেলা স্টুডেন্টস’ ফোরাম,ঢাকা’র সাবেক সভাপতি নাজমুস শাহাদাত সাকিব। এছাড়াও মির্জাগঞ্জ উপজেলা স্টুডেন্টস’ ফোরাম,ঢাকা’র সাবেক ও বর্তমান বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, এরকম উদ্যোগ ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে এবং শিক্ষার্থীদের মাঝে পারস্পরিক বন্ধন আরও দৃঢ় হবে বলে আশা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *