ভারতে সাম্প্রদায়িক শক্তির উসকানিমূলক সন্ত্রাসী কর্মকাণ্ড ও মুসলিম নিপীড়নের তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ খেলাফত যুব মজলিস। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা জাহিদুজ্জামান, সভাপতি পরিষদ সদস্য মাওলানা আব্দুল্লাহ আশরাফ ও মাওলানা জাকির হুসাইন এক যৌথ বিবৃতিতে ভারত সরকারের প্রতি কঠোর ভাষায় হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।
বিবৃতিতে বলা হয়, সম্প্রতি হিন্দুদের হোলি উৎসবকে কেন্দ্র করে ভারতের বিভিন্ন প্রদেশে হিন্দুত্ববাদী উগ্র গোষ্ঠীর নেতৃত্বে মসজিদ ঢেকে দেওয়া, মসজিদে রঙ ছিটানো, তারাবির নামাজের সময় মসজিদের সামনে হট্টগোল সৃষ্টি এবং মুসলিমদের ওপর নির্মম হামলার যে নারকীয় তাণ্ডব চলছে, তা ভারতের সাম্প্রদায়িক অসহিষ্ণুতার চরম প্রকাশ। এটি শুধু মুসলিম বিদ্বেষই নয়, মানবতার বিরুদ্ধেও এক জঘন্য অপরাধ।
ভারত সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী এসব সাম্প্রদায়িক বিদ্বেষী কর্মকাণ্ড রোধে সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিচ্ছে। বরং, মুসলিম নিপীড়নকে প্রশ্রয় দিয়ে তারা উগ্রবাদীদের আরও উৎসাহিত করছে। বিশ্বব্যাপী ‘গণতন্ত্র’ ও ‘ধর্মনিরপেক্ষতা’র মুখোশ পরা ভারত আজ মুসলিম নিপীড়নের অভয়ারণ্যে পরিণত হয়েছে। ভারত সরকারের এই নীরবতা ও সমর্থন মুসলিম বিদ্বেষী শক্তিকে আরও উদ্ধত করে তুলছে।
বিবৃতিতে আরও বলা হয়, আমরা লক্ষ্য করছি, নিজ দেশে সাম্প্রদায়িক দাঙ্গা উসকে দিয়ে এবং মুসলিমদের ওপর দমন-পীড়ন চালিয়ে ভারতীয় মিডিয়া ও কূটনৈতিক চক্র বাংলাদেশ সম্পর্কে মিথ্যা ও বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানোর নীলনকশা বাস্তবায়ন করছে। তারা বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্যকে কলঙ্কিত করতে চায় এবং ভিত্তিহীন অভিযোগ তুলে আমাদের দেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এটি বাংলাদেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতার প্রতি এক ধরনের চ্যালেঞ্জ।
বাংলাদেশ খেলাফত যুব মজলিস স্পষ্টভাবে জানিয়ে দিতে চায়, আমরা ভারতের মুসলিম জনগণের ওপর এই বর্বরোচিত দমন-পীড়ন মেনে নেব না। আমরা ভারতের উগ্র সাম্প্রদায়িক রাজনীতির কঠোর নিন্দা জানাই এবং ভারত সরকারকে অবিলম্বে এসব সাম্প্রদায়িক শক্তির লাগাম টানার কঠোর আহ্বান জানাই। ভারত সরকার যদি মুসলিম নিপীড়ন বন্ধে কার্যকর পদক্ষেপ না নেয়, তবে তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।
আমরা বাংলাদেশ সরকারকে জোরালো আহ্বান জানাই, প্রতিবেশী দেশের সংখ্যালঘু মুসলিমদের সুরক্ষা ও ন্যায্য অধিকার নিশ্চিত করতে কূটনৈতিকভাবে কার্যকর ও দৃঢ় পদক্ষেপ গ্রহণ করুন। একইসাথে, আমরা বিশ্ব সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করছি—ভারতে মুসলিম বিদ্বেষ ও নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার হওয়ার এখনই সময়।
ভারতের মুসলিমদের ওপর চলমান এই নিপীড়ন বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে কূটনৈতিক ও অর্থনৈতিক চাপ প্রয়োগ করতে হবে। বাংলাদেশ খেলাফত যুব মজলিস সতর্ক করে দিচ্ছে, যদি ভারত সরকার মুসলিম নিপীড়ন বন্ধে কার্যকর পদক্ষেপ না নেয়, তবে এর পরিণতি হবে ভয়াবহ।
আমরা বাংলাদেশের জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি এবং ভারতের সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য প্রস্তুত থাকতে বলছি।বার্তা প্রেরকফাতীহ মুহাম্মাদ সোলাইমানসম্পাদক, কেন্দ্রীয় প্রচার বিভাগবাংলাদেশ খেলাফত যুব মজলিস