আমিনুল ইসলাম,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার উদ্যোক্তাদের প্লাটফর্ম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত “ফুলবাড়ী যুব উদ্যোক্তা পরিবার” এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
আজ রবিবার (৫ জানুয়ারি) বিকাল সাড়ে ৫টায় পৌরএলাকার দক্ষিণ সুজাপুরস্থ সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ফুলবাড়ী যুব উদ্যোক্তা পরিবার এর প্রতিষ্ঠাতা ও সভাপতি নারী সাংবাদিক কংকনা রায়।
এতে সাধারণ সম্পাদক ইসরাত জাহান ইতি এর সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি মুর্তুজান নাহার মিতু, কোষাধ্যক্ষ আইরিন আক্তার হিরা, সদস্য শিরিন শাপলা, উর্মি আক্তার, নিহার বানু, লাভলী বেগম, শিমু আক্তার, রাজিয়া সুলতানা, মৌসুমি প্রমুখ।
আলোচনা শেষে প্রথম বর্ষপূর্তি উপলক্ষে কেক কাটা হয় ।