আমিনুল ইসলাম,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি বিষয়ে হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরদের সাথে দ্বি-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ই ফেব্রুয়ারি) ফুলবাড়ী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দ্বি-মাসিক সমন্বয় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রশাসক মীর মো. আল কামাহ্ তমাল।
সভায় সঞ্চালনা করেন গ্রাম আদালত প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর মো. মোশারফ হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন প্রশাসনিক কর্মকর্তা মো. আসাদুজ্জামান, ইউপি হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর মো. মাহাবুবুল আলম, রতন টুডু, মনিরা বেগম, মো. শাহাদত হোসেন, মো. মোনায়েম হোসেন, মো. সানাউল্লাহ, সুমিত শীল প্রমুখ।##