ফুলবাড়ীতে এসএসসি ২০২০ ব্যাচের মিলনমেলা ও  ইফতার মাহফিল অনুষ্টিত

আমিনুল ইসলাম, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
পবিত্র মাহে রমজান উপলক্ষে দিনাজপুরের ফুলবাড়ীতে এসএসসি ২০২০ ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে  মিলনমেলা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ মার্চ) বিকেলে ঐতিহ্যবাহী ফুলবাড়ী গোলাম মোস্তফা পাইলট উচ্চ বিদ্যালয় ক্যাম্পাসে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে এস এস সি ২০২০ ব্যাচের শিক্ষার্থীরা । এতে অংশ নেয় ফুলবাড়ী গোলাম মোস্তফা পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক রামকৃষ্ণ রায় ও মোনায়েম হোসাইন।

এসময় এসএসসি-২০২০ ব্যাচ এর শিক্ষার্থী আমিনুল ইসলাম বলেন, এমন মিলনমেলার মাধ্যমে আমাদের বন্ধুত্বের বন্ধন আরও দৃঢ় হবে। ভবিষ্যতে এর থেকে আরও সুন্দর ও বৃহৎ পরিসরে এমন আয়োজন করব আমরা।

মিলন মেলায় ধর্ম, বর্ণ, দল-মত নির্বিশেষে সকলেই বন্ধুত্বের বন্ধন অটুট রেখে একসঙ্গে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যাক্ত করেন এস এস সি ২০২০ ব্যাচের অননান্য শিক্ষার্থীরা।##

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *