ফিলিস্তিন নিয়ে যেসব ভবিষ্যদ্বাণী করেছিলেন নবীজি (সাঃ)।

রাসুলুল্লাহ (সা.)-এর সময়কালে শামদেশ বলতে যেসব অঞ্চলকে বোঝানো হতো তার মধ্যে অন্যতম হলো ফিলিস্তিন ভূখণ্ড। শামদেশ বলতে বর্তমানে বোঝায়, সিরিয়া, জর্ডান, লেবানন ও ঐতিহাসিক ফিলিস্তিন ভূখণ্ড। বিশেষ করে বায়তুল মুকাদ্দাস ও তার আশপাশের এলাকা সম্পর্কে রাসুলুল্লাহ (সা.)-এর রয়েছে বেশকিছু ভবিষ্যদ্বাণী ।

হজরত মুহাম্মদ (সা.) ভবিষ্যদ্বাণী অনুসারে, ভবিষ্যতে এ অঞ্চলে পরিণত হবে মুসলিম বাহিনীর অন্যতম সেরা ঘাঁটিতে। অতীতে এই স্থান ছিল নবী ও রাসুলদের পবিত্র ভূমি। এবং কেয়ামতের পূর্বে এখানেই আসমান থেকে সরাসরি অবতরণ করবেন ঈসা (আ.)। তখন দাজ্জালের অবসান ঘটবে এ ভূমিতেই এবং এখানেই ঘটবে কেয়ামতের নিষ্পত্তিমূলক মহাসংঘর্ষ।

ফিলিস্তিন নিয়ে হজরত মুহাম্মদ (সা.) দেওয়া গুরুত্বপূর্ণ ৭ ভবিষ্যদ্বাণী হলো-

১. সত্যবাদী দলের অবস্থানস্থল

রাসুলুল্লাহ (সা.) এক হাদিসে বলেছেন, তার উম্মতের মধ্যে সব সময় একটি বিশেষ দল থাকবে, যারা সত্যের পথে অবিচল থাকবে এবং নিরন্তর সংগ্রাম চালিয়ে যাবে। আল্লাহর সহায়তা তাদের সঙ্গে থাকবে, এবং কেউ তাদের ক্ষতি করতে পারবে না। কেয়ামত পর্যন্ত তারা বিজয়ের অবস্থানে থাকবে। হাদিস অনুযায়ী, এ দলটির অবস্থান হবে শাম অঞ্চলে। মুগিরা ইবন শোবা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘আমার উম্মতের একটি দল সবসময় সত্যের ওপর বিজয়ী থাকবে, এমনকি কেয়ামত এসে যাবে আর তারা তখনো বিজয়ী থাকবে।’ (বুখারি : ৭৩১১)

২. মুসলিমদের দ্বিতীয় হিজরত ভূমি

সাধারণভাবে হিজরত বলতে বোঝায় যে রাসুলুল্লাহ (সা.) ও সাহাবাদের মক্কা থেকে মদিনায় গমন। তবে এক হাদিসে ভবিষ্যতের এক বিশেষ হিজরতের কথাও বলা হয়েছে, যা সংঘটিত হবে শাম অঞ্চলে। হজরত আবদুল্লাহ ইবনে আমর (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ (সা.)-কে বলতে শুনেছি—‘প্রথম হিজরতের পর শিগগিরই আরেকটি হিজরত হবে। সে সময়ে দুনিয়ার সর্বোৎকৃষ্ট মানুষ হবে তারা, যারা ইবরাহিম (আ.)-এর হিজরতভূমি—শাম দেশে অবস্থান করবে। আর পৃথিবীতে সবচেয়ে অধঃপতিত মানুষরা বাকি থাকবে, যাদের ভূমি তাদের ছুড়ে ফেলবে। আল্লাহ তাদের ঘৃণা করবেন এবং ফিতনার আগুন তাদের ঘিরে ধরবে, তারা যেখানে যাবে, সঙ্গে থাকবে বানর ও শূকরের মতো চরিত্র।’(আবু দাউদ : ২৪৮২)

৩. মুসলমানদের সেনাছাউনি

একসময় শাম অঞ্চল মুসলমানদের আশ্রয়স্থল হয়ে উঠবে এবং দামেস্ক শহরের পার্শ্ববর্তী গোতা নগরী তাদের সেনাছাউনি হবে। হজরত আবু দারদা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘মহাযুদ্ধের সময় মুসলমানদের আশ্রয় হবে গোতা শহরে, যা দামেস্কের কাছে অবস্থিত। এটি শামের অন্যতম উৎকৃষ্ট শহর।’ (আবু দাউদ : ৪২৯৮)
৪. ইহুদিদের সঙ্গে মুসলিমদের যুদ্ধ হবে

একটি হাদিসে আবু হুরায়রা (রা.) বর্ণনা করেছেন, রাসুলুল্লাহ (স.) বলেছেন, ‘কেয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না মুসলমানরা ইহুদি সম্প্রদায়ের বিরুদ্ধে যুদ্ধ করবে। মুসলমানরা তাদের হত্যা করবে এবং তখন তারা পাথর বা গাছের আড়ালে আত্মগোপন করবে। তখন পাথর বা গাছ বলবে, ‘হে মুসলিম, হে আল্লাহর বান্দা! এখানে ইহুদি রয়েছে, আসো, তাকে হত্যা কর। তবে গারকাদ গাছ এ কথা বলবে না, কারণ এটি ইহুদিদের গাছ।’(সহিহ মুসলিম: ৭০৭৫)

৫. সত্যের পক্ষে বিজয়ীদের ভূমি হবে ফিলিস্তিন

বায়তুল মুকাদ্দাস বা ফিলিস্তিনকে মহানবী (সা.) একদিন বিজয়ীদের ভূমি হিসেবে উল্লেখ করেছেন, যা ইহুদিদের নির্যাতন ও হত্যাযজ্ঞের অবসান ঘটাবে। মুসলমানদের একটি দল তাদের বিরুদ্ধে সংগ্রাম করবে এবং বিজয়ী হবে। হজরত আবু উমামা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (স.) বলেছেন, আমার উম্মতের একটি দল সবসময় সত্যের ওপর বিজয়ী থাকবে। তারা শত্রুর বিরুদ্ধে শক্তিশালী থাকবে এবং দুর্ভিক্ষ ছাড়া কোনো বিরোধীপক্ষ তাদের কিছুই করতে পারবে না। আল্লাহর আদেশ অনুযায়ী, কেয়ামত পর্যন্ত তারা এমন অবস্থায় থাকবে। সাহাবারা জিজ্ঞাসা করেন, হে আল্লাহর রাসুল! তারা কোথায় অবস্থান করবে? রাসুলুল্লাহ (স.) বলেন, তারা বায়তুল মুকাদ্দাস এবং তার আশপাশে থাকবে। (মুসনাদে আহমদ : ২১২৮৬)

৬. ঈসা (আ.)-এর অবতরণস্থল ও দাজ্জালের মৃত্যুস্থান

ঈসা (আ.) বর্তমানে দ্বিতীয় আকাশে অবস্থান করছেন এবং কেয়ামতের পূর্বে তিনি আবার পৃথিবীতে অবতরণ করবেন। তিনি দুই ফেরেশতার ডানায় ভর করে সিরিয়ার দামেস্ক শহরের একটি উজ্জ্বল মিনারে অবতরণ করবেন। এরপর তিনি সিরিয়ার তবে লুদ নামক স্থানে গিয়ে দাজ্জালকে হত্যা করবেন।

৭. হাশরের ময়দান

আল্লাহ তাআলা ফিলিস্তিনের ভূমিকে ‘হাশরের ভূমি’ হিসেবে উল্লেখ করেছেন। তিনি ইরশাদ করেছেন, ‘তিনিই কিতাবের অধিকারীদের মধ্যে যারা কাফির, তাদের প্রথম সমাবেশে তাদের ঘরবাড়ি থেকে উচ্ছেদ করেছেন।’ (সুরা হাশর : ২) এখানে ‘প্রথম সমাবেশ’ দ্বারা শাম দেশে ইহুদিদের একত্রিত হওয়াকে বোঝানো হয়েছে, যখন নবী (সা.) মদিনা থেকে বনু নাজিরকে নির্বাসিত করেছিলেন। (তাফসিরে তাবারি, খণ্ড ২৩, পৃষ্ঠা-২৬২)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *