পরিবেশ রক্ষায় দেশীয় গাছের বিকল্প নেই

আলোর সমাহার প্রতিবেদক:

সবুজ নেতৃত্ব গড়ে তুলতে ও তরুণদের জলবায়ু সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে পরিবেশবাদী সংগঠন ১টাকায় বৃক্ষরোপণের আয়োজনে ঢাকায় অনুষ্ঠিত হয়েছে ‘গ্রীণ লিডার্স বিল্ডাপ কর্মশালা।’ শুক্রবার  (২৭ ডিসেম্বর) বাংলাদেশ বন অধিদপ্তরের কবরী হল রুমে দিনব্যাপী এই আয়োজন অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন প্রধান বন সংরক্ষক আমির হোসেন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী প্রধান বন সংরক্ষক হক মাহবুব মোরশেদ। এছাড়াও প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন জাতিসংঘের জলবায়ু সম্মেলনে অংশ নেওয়া ব্রাইটার্সের চেয়ার ফারিহা অমি, ইয়ুথ লিডিং ক্লাইমেট একশনের প্রেসিডেন্ট রাইসুল শাফকাত, কারিগরি শিক্ষা বোর্ডের ইনস্ট্রেটর শাহিন আলম, চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের সিনিয়র কোর্ডিনেটর জামাল উদ্দিন, ইউএসএড বিজয় প্রজেক্টের ক্যাম্পেইন অফিসার স্বর্ণা আক্তার জাহেদা, চ্যানেল আই এর উপস্থাপিকা ইফাতারা ইরা, ১টাকায় বৃক্ষরোপণের সভাপতি শেখ আব্দুল্লাহ ইয়াছিন।

বিশেষ অতিথির বক্তব্যে  সহকারী প্রধান বন সংরক্ষক হক মাহবুব মোরশেদ বলেন, আমার ভালো লাগে বর্তমানে ইয়ুথরা জলবায়ু নিয়ে সচেতন। গ্রীণ লিডার্স বিল্ডাপ আপ এর মতো আয়োজন তরুণদের জলবায়ু নিয়ে আরও উৎসাহী করবে।

তিনি সেসময় আরও বলেন, আমাদের বেচে থাকার জন্য গাছের বিকল নেই। কিন্তু আমরা কোন গাছ লাগাব! অবশ্যই দেশীয় গাছ। আমাদের পরিবেশ রক্ষায় দেশীয় গাছ লাগানো এবং এর পরিচর্যার বিকল নেই এটা আমাদের প্রচার করতে হবে।

সেসময় সংগঠনের সভাপতি শেখ আব্দুল্লাহ্ ইয়াছিন বলেন, আমরা পরিবেশমনষ্ক তরুণ গড়তে নানান উদ্যোগ হাতে নিয়েছি। তার ধারাবাহিকতায় আজকের এই আয়োজন। এটি পর্যায়ক্রমে আমরা বিভিন্ন বিভাগীয়, জেলা, উপজেলা শহরে আয়োজন করবো। পরিবেশকে রক্ষার জন্য আমাদের তরুণদেরও যে কিছু করার আছে এই মূল্যবোধ জাগ্রত করতে আমরা কাজ করে যাব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *