দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তির কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মাহবুবুর রহমান শান্ত: 
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ঢাকার দশমিনা-গলাচিপা উপজেলা শ্রমিক সংঘের আয়োজনে এক বিশেষ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ মার্চ) বিকেল রাজধানীর বাসাবো কদমতলায় অবস্থিত প্রিন্স গার্ডেনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় এক বিশেষ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী।

বিশিষ্ট শ্রমিক নেতা মো. আনিছুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. সেলিম বেপারী, গণফোরামের প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ উল্লাহ মধু, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আশরাফুজ্জামান লিটন প্রমুখ।

অনুষ্ঠানে নেতৃবৃন্দরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করেন এবং দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষার জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *