ঢাকাস্থ ফুলবাড়ী সমিতির নতুন কমিটি গঠনসভাপতি রেজাউল আলম, সাধারণ সম্পাদক জাফর সাদিক

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:


“রাখিব মান, হব মহিয়ান” এই স্লোগানে ঢাকাস্থ ফুলবাড়ী বাসির ইফতার মাহফিল ও নতুন কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার (৭ মার্চ) সন্ধায় ঢাকাস্থ ফুলবাড়ী সমিতি আয়োজিত বিশিষ্ট জন ও ফুলবাড়ী বাসীর সম্মানে ঢাকার প্রাণকেন্দ্র শ্যামলীস্থ গ্রান্ড প্রিন্স থাই চাইনিজ রেস্টুরেন্ট এন্ড কনভেনশন হলে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

এর আগে বিকেলে সেখানে প্রায় চার শতাধিক ঢাকাস্থ ফুলবাড়ী বাসির অংশগ্রহণে ফুলবাড়ী সমিতির সাধারণ সভায় সকলের সম্মতিক্রমে কন্ঠ ভোটে নতুন ২১ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটি গঠন করা হয়।

এতে পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন নিউরো সার্জন প্রফেসর ডা. রেজাউল আলম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এ এস এম জাফর সাদিক সোহেল।

ফুলবাড়ী সমিতির পৃষ্ঠপোষক মো. হামিদুল হক চৌধুরীর সঞ্চালনায় নতুন কমিটির নাম ঘোষণা করেন উপদেষ্টা পরিষদের জ্যেষ্ঠ সদস্য আবু মাসুদ মোহাম্মদ হাসানুজ্জামান।
সভায় বিশিষ্ট নিউরো সার্জন প্রফেসর ডা. রেজাউল আলমের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের প্রাক্তন যুগ্ম সচিব  মো. মতিউর রহমান শাহ , বাংলাদেশ সেনাবাহিনীর সদর দফতরে কর্মরত বিগ্রেডিয়ার জেনারেল মো. হুমায়ুন কবির, অবসরপ্রাপ্ত কৃষি বিজ্ঞানী ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক, ডা. শাহ মো. আব্দুল কাদের, বেঙ্গল গ্রুপ ও দৈনিক ভোরের আকাশের এম ডি মো. জাহের উদ্দীন সরকার, বিশিষ্ট ব্যাবসায়ী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আবু মাসুদ মোহাম্মদ হাসানুজ্জামান, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহবুবুর রশিদ প্রমুখ।

সভাপতি রেজাউল আলম এ সংগঠনটি দল মত নির্বিশেষে সবার সহ অবস্থানে, সবার অংশগ্রহণে সামনের দিকে এগিয়ে যাবে বলে প্রত্যাশা ব্যাক্ত করেন। তিনি বলেন, আমরা কাঁধে কাঁধ মিলিয়ে এই সমিতির ও  দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী উপজেলা ফুলবাড়ী বাসীর জন্য কাজ করবো ইনশা-আল্লাহ।

এ সময় সংগঠনের অর্থ সম্পাদক এ কে এম মাহাবুব আলম (হীরা) বলেন,  সম্মিলিতভাবে এলাকার হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষদের পাশে দাঁড়ানো এবং তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়াই এ সমিতির মূল লক্ষ্য ও উদ্দেশ্য।

ইফতার মাহফিলে মুসলিম উম্মাহ,  দেশ ও জাতির কল্যাণ সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ইফতার মাহফিল আয়োজন কমিটির আহবায়ক হামিদুল হক চৌধুরী।  প্রসঙ্গত, আয়োজিত ইফতার মাহফিলে উপস্থিত সকলকে স্মরণীকাসহ বিশেষ উপহার প্রদান করা হয়। পুরুষদের চামড়ার মানিব্যাগ ও বেল্ট, নারীদের হ্যান্ডব্যাগ ও শিশুদের পেন্সিল বক্স উপহার দেয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *