মোহাম্মদ ফাইজুল্লাহ, ঢাকা সিটি রিপোর্টার
জাতীয় নাগরিক কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ এবং সাবেক যুগ্ম সদস্যসচিব রাফে সালমান রিফাত জুলাই অভ্যুত্থানের শক্তির রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছিলেন অনেক আগেই। তবে এবার তারা জানালেন ইউনাইটেড পিপলস (আপ) বাংলাদেশ নামে আসছে তাদের নয়া রাজনৈতিক দলটি।
এই দুই নেতাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি- ছিলেন।
আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) নিজেদের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া পোস্টে নতুন রাজনৈতিক দলের নামের তথ্য তারা জানান।
‘আপ বাংলাদেশের’ প্রধান উদ্যোক্তা আলী আহসান জুনায়েদ ফেসবুক পোস্টে লিখেন— জুলাইয়ের আকাঙ্ক্ষাকে বাস্তবায়নের অঙ্গীকার নিয়ে গঠিত হতে যাওয়া আসন্ন রাজনৈতিক প্ল্যাটফর্মের নাম আমরা ঠিক করেছি ‘ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)’।
তিনি আরো বলেন-
জুলাইয়ের আকাঙ্খা বলতে আমরা অতিশয় সুনির্দিষ্টভাবে কিছু লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি, আর যেটি বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশের আপামর ছাত্র-জনতাকে সাথে নিয়ে প্ল্যাটফর্মটি এগিয়ে যাবে, ইনশাআল্লাহ।