গ্যাস লিকেজ বিস্ফোরণে ফ্যাসিস্ট সরকারের দূর্নীতিবাজ কর্মকর্তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি: প্রিন্সিপাল শেখ ফজলে বারী মাসউদ

নিজস্ব প্রতিবেদক

    ইসলামী আন্দোলন বাংলাদেশ’র সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর উত্তর সভাপতি প্রিন্সিপাল হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ বলেছেন, তিতাস গ্যাসের কর্মকতাদের অবহেলা, দুর্নীতি ও অবৈধ লাইন বাণিজ্যের বলি হয়ে অনেক মানুষ মৃত্যুরপথে। এর আগেও নারায়ণগঞ্জসহ বিভিন্ন অঞ্চলে লাইন বিষ্ফোরণ হয়ে অনেক মানুষ নিহত হয়েছে।

    গত ২৪ নভেম্বর ২০২৪ দিবাগত মধ্যরতে রাজধানীর মিরপুর-১১ তে তিতাস গ্যাসের অবৈধ লাইন লিকেজ থেকে গ্যাস জমা হয়ে বিস্ফোরণে নিহত ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ পল্লবী থানা সেক্রেটারী খলিলুর রহমানের স্ত্রী ও তিন সন্তান দগ্ধ হয়ে জাতীয় বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারী ইন্সটিটিউটে চিকিৎসাধীন আছেন।

    এছাড়াও আরো কয়েকজন আহত হয়েছে। এর দায় কে নেবে? তিনি দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

    গতকাল মঙ্গলবার সকালে জাতীয় বার্ণ ইউনিটে আহতদের দেখতে ও চিকিৎসার খোঁজ খবর নিতে উপস্থিত হন ইসলামী আন্দোলন বাংলাদেশ’র সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর উত্তর সভাপতি প্রিন্সিপাল হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ-এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল।

    প্রতিনিধি দলে ছিলেন, ইসলামী আন্দোলনের আইন বিষয়সক সম্পাদক অ্যাডভোকেট শওকত আলী হাওলাদার, ইসলামী শ্রমিক আন্দোলন ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা গোলাম কিবরিয়া, ঢাকা মহানগর পশ্চিম শ্রমিকনেতা আলহাজ্ব কামাল উদ্দিন আহমেদ, আলহাজ্ব আলাউদ্দিন, মুহাম্মাদ ওমর ফারুক, আল-আমিন সিদ্দিকী সহ প্রমুখ নেতৃবৃন্দ।

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *