মীযান মুহাম্মদ হাসান গাজীপুর সদর প্রতিনিধি
আজ ১৫ মার্চ ২০২৫, ১৪ রমজান ১৪৪৬ হিজরি, শনিবার। গাজীপুর সদর উপজেলার ভসওয়ালগড় ইউনিয়নের নয়নপুরে অবস্থিত ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ। বরাবরের মতো প্রতিষ্ঠানটি পড়ালেখাতেও সর্বোচ্চ ফলাফল করে আসছে। অংশগ্রহণ করছে বিভিন্ন সাংস্কৃতিক কর্মকান্ডে। তারই ধারাবাহিকতায় আজ অনুষ্ঠিত হলো ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৫।
সকাল নটা থেকে অনুষ্ঠান শুরু হয়। শিশুদের মনোমুগ্ধকর পরিবেশনায় অনুষ্ঠিত হয় এক একটি ইভেন্ট। সাধারণ শিক্ষার্থী হিসাবেও তারা প্রতিটি বিভাগে সুন্দর পারফরম্যান্স করে। ছাত্র–ছাত্রী ও অভিভাবকদের উপস্থিতি ছিল প্রশংসনীয়।
অনুষ্ঠানে বিচারকমন্ডলি হিসাবে উপস্থিত ছিলেন মুফতি আব্দুস শাকুর হোসাইনী; পরিচালক, হালিমাতুস সাদিয়া মহিলা মাদ্রাসা, মুফতি ওমর ফারুক, পরিচালক, আল-ফাতাহ হাকিমিয়া মাদ্রাসা, নয়নপুর, রাজেন্দ্রপুর ক্যান্ট. ও মাওলানা গোলাম মহসিন, ধর্মীয় শিক্ষক, ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ।
এতে নার্সারি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা ৫টি দলে বিভক্ত হয়ে আজান, গজল, কোরআন তিলাওয়াত ও ইসলামি জাগরণী কবিতা আবৃত্তিসহ মোট ৪টি ইভেন্টে অংশগ্রহণ করে। সমাপণী পর্বে বিশেষ আকর্ষণ ছিল সভ্যধ্বনী এর পরিবেশনায় ইসলামি কনসার্ট।