মোহাম্মদ ফাইজুল্লাহ, নিজস্ব প্রতিবেদক:
তার সম্পূর্ন নাম মঈন হোসেন রাজু। ১৯৯২ সালের ১৩ই মার্চ গণতান্ত্রিক ছাত্র ঐক্যের সন্ত্রাস বিরোধী মিছিল চলাকালে সন্ত্রাসীরা গুলি করলে মিছিলের নেতৃত্বদানকারী মঈন হোসেন রাজু নিহত হন।
রাজুসহ সন্ত্রাস বিরোধী আন্দোলনের সকল শহীদের স্মরণে নির্মিত হয় এই ভাস্কর্য। ১৭ই সেপ্টেম্বর, ১৯৯৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য এ. কে. আজাদ চৌধুরী উদ্বোধন করেন এই ভাস্কর্যের। ভাস্কর্যের নিমার্ণে জড়িত শিল্পীরা ছিলেন ভাস্কর শ্যামল চৌধুরী ও সহযোগী গোপাল পাল।
ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারা দেশের শিক্ষার্থীদের কাছে প্রতিবাদের প্রতীক হিসেবে আজও পরিচিত এই ভাস্কর্য। যেই রাজুর স্মরণে এ ভাস্কর্যের উৎপত্তি , আজ বৃহস্পতিবার (১৩ মার্চ) তাঁর মৃত্যুবার্ষিকী।
রাজু শহীদ হয়েছিলেন ১৯৯২ সালের ১৩ মার্চ। দৈবক্রমে তখনো পবিত্র রমজান মাস ছিল ।
রাজু ভাস্কর্য সারাদেশে সন্ত্রাস প্রতিবাদের এক অমর চিহ্ন।