শেখ মাহমুদুল হাসান সাতক্ষীরা
জামায়াতে ইসলামী বাংলাদেশ কালিগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে গণমাধ্যম কর্মীদের সুবিধার্থে একটি সাউন্ড সিস্টেম প্রদান করা হয়েছে। রবিবার (৩ নভেম্বর) বিকাল ৫টায় কালিগঞ্জ প্রেসক্লাবের হলরুমে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী, মিডিয়া ও প্রচার সেক্রেটারি ড. মিজানুর রহমান এবং অর্থ সম্পাদক আবু রাসেল আসকারী। সাউন্ড সিস্টেম গ্রহণ করেন প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সিনিয়র সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন এবং সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চুসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
জামায়াতে ইসলামী কালিগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু বলেন, “এ ধরনের উদ্যোগ গণমাধ্যমের উন্নয়ন ও সাংবাদিকদের কাজকে আরও সহজ করবে।”