কলারোয়া আলিয়া মাদ্রাসায় বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠান

শেখ মাহমুদুল হাসান, কলারোয়া, সাতক্ষীরা:

৩০ ডিসেম্বর সোমবার সকাল ১১ টায় কলারোয়া আলিয়া মাদ্রাসার হলরুমে ২০২৪ সালের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আহমেদ আলী।

ফলাফল প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ মুহা. আইয়ুব আলী, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মো. আবু বক্কর সিদ্দীক, অবসরপ্রাপ্ত ডি.জি.এম মো. সিরাজুল হক, বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী আঃ গফুর খোকন, অভিভাবক প্রভাষক মো. মহসিন, প্রাক্তন ছাত্র কাজী গাওছুল আযম, এবং আরও অনেক অভিভাবকসহ বিশিষ্ট ব্যক্তিরা।

নতুন বছরের উপলক্ষ্যে ছাত্রদের জন্য পাঞ্জাবি প্রদান করা হয় এবং অতিথিবৃন্দ প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী ছাত্রদের হাতে উপহার তুলে দেন। অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মুহা. আইয়ুব আলী।

সমগ্র অনুষ্ঠানটি সুন্দরভাবে পরিচালনা করেন সিনিয়র শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *