কলারোয়া আলিয়া ফাযিল মাদ্রাসায় বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদ ও আহতদের স্মরণে স্মরণসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

শেখ মাহমুদুল হাসান, কলারোয়া, সাতক্ষীরা:

কলারোয়া আলিয়া ফাযিল মাদ্রাসায় ২৮ নভেম্বর বৃহস্পতিবার সকালে বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদ ও আহতদের স্মরণে একটি স্মরণসভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানে শহিদদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের সুস্থতার জন্য দোয়া করা হয়।

স্মরণসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানটি মাদ্রাসার হলরুমে সকাল ১১ টায় শুরু হয়। সভায় সভাপতিত্ব করেন কলারোয়া আলিয়া মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাদ্দিস আহমেদ আলী এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহিন।

এ সময় বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক শাহনাজ পারভিন, মহিদুর রহমান, তৌহিদুর রহমান এবং ছাত্র আবুল হোসেন। স্মরণসভায় ইসলামি সংগীত পরিবেশন করেন শেখ ফাহিম হাসান ও মীর তাজুল ইসলাম।

বক্তারা বলেন, “বৈষম্যবিরোধী আন্দোলনে যারা শহিদ হয়েছেন, তাদের অবদান কখনও অস্বীকার করা যাবে না। তাদের প্রতি শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করে আমরা বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত একটি সুখী-সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে প্রতিজ্ঞাবদ্ধ।”

অনুষ্ঠান শেষে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাদ্দিস আহমেদ আলী শহিদদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতার জন্য দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *