শেখ মাহমুদুল হাসান, সাতক্ষীরা
কলারোয়ায় স্কুল পর্যায়ে বাল্য বিবাহ নিরোধ বিষয়ক সমাবেশ ও শপথ পাঠ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত “বাল্য বিবাহ নিরোধ ঘণ্টা” উদ্ভাবনী উদ্যোগের আওতায় উপজেলা হেলাতলা আইডিয়াল মাধ্যমিক বিদ্যালয়ে ওই সমাবেশ ও শপথ পাঠ অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে সোমাবার (৪ নভেম্বর) সকাল ১১ টার দিকে স্কুলের হলরুমে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) জহুরুল ইসলাম।
বক্তব্য শেষে তিনি শিক্ষার্থীদের মাঝে এই বলে শপথ বাক্য পাঠ করান যে, এই সময় নিজেও বাল্য বিবাহ করবো না, অন্য কারো বাল্য বিবাহ হলে আমরা সকলে মিলে প্রতিরোধ করবো। এ ছাড়া কোথাও বাল্য বিবাহ সংঘটিত হলে জাতীয় জরুরি সেবা-৯৯৯ বা ১০৯ নম্বর এ কল দিয়ে বাল্য বিবাহ প্রতিরোধে ভূমিকা রাখবো।
সমাবেশে মহিলাবিষয়ক কর্মকর্তা নুরুন নাহার আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবেদিন। অন্যান্যদের মধ্যে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক আব্দুল আলিম, সহকারী প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, শিক্ষক জাকাতুল্যাহ, শিক্ষক সমীর কুমার মিত্র, শিক্ষক দেবরঞ্জন ঘোষসহ শিক্ষকমণ্ডলী, শিক্ষার্থী ও সুধীবৃন্দ।