শেখ মাহমুদুল হাসান, কলারোয়া, সাতক্ষীরা:
কলারোয়া পৌর জামায়েত ইসলামী নেতৃবৃন্দের উদ্যোগে পৌর সদরে পথচারীসহ বিভিন্ন পেশার ব্যবসায়ীদের সাথে গণসংযোগের মধ্য দিয়ে কূশল বিনিময় ও সৌজন্য সাক্ষাৎ করা হয়। বুধবার(৪ ডিসেম্বর) সন্ধ্যায় পৌর সদরের খাদ্য গুদাম মোড়ে ওই জনসংযোগ করা হয়। কলারোয়া পৌর জামায়াতের আমির সহকারী অধ্যাপক ডা. মো. ইউনুস আলী বাবুর নেতৃত্বে জনসংযোগকালে এলাকার বিভিন্ন চায়ের স্টলে, মুদি দোকানসহ বিভিন্ন শ্রেণি পেশার ব্যবসায়ী ও পথচারীদের সাথে ওই কূশল বিনিময় ও সৌজন্য সাক্ষাৎ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পেশাজীবী সংগঠনের সভাপতি মো. আঃ রকিব, কবি মো. সোবহান আমিন, ২ নং ওয়ার্ড জামায়েতের সভাপতি মো. জাহিদুর রহমান, ছাত্র শিবিরের সাহিত্য সম্পাদক মো. ইমামুল ইসলামসহ দলীয় নেতৃবৃন্দ। জনসংযোগে নেতৃবৃন্দ বলেন, আল্লাহর রহমতে দেশ আজ তরুণ ও ছাত্রদের বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার কে বিদায় করে এক নতুন দেশ উপহার দিয়েছে। আর এই নতুন দেশকে স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক পথে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা ও সৎ লোকের শাসন কায়েম করতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের প্রার্থীকে নির্বাচিত করার জন্য দোয়া প্রার্থনা করা হয়।