শেখ মাহমুদুল হাসান, কলারোয়া, সাতক্ষীরা:
২৫তম জাতীয় সমাজসেবা দিবস উদযাপন উপলক্ষে কলারোয়া উপজেলা প্রশাসন এবং সমাজসেবা অফিস একটি বিশাল র্যালি, আলোচনা সভা ও ঋণ বিতরণের আয়োজন করেছে। ‘নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি পালন করা হয়।
দিবসের শুরুতে, বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল ১০টায় পৌরসদরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে একটি র্যালি বের হয়। র্যালিটি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জহুরুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার নূরে আলম নাহিদ। সভায় অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী সমাজসেবা অফিসার ইসরাফিল ইসলাম, উপজেলা আইসিটি কর্মকর্তা মোতাহার হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাবিবুর রহমান, সমাজসেবা অফিসের আবুল হোসেন, আসাদুজ্জামান আসাদ, শাহাজাহান, সাংবাদিক এমএ সাজেদ, দেলোয়ার হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, পুলিশ কর্মকর্তা, সূধী এবং সমাজসেবা অফিসের সুবিধাভোগী সদস্যবৃন্দ।
সভা শেষে, ৪৬ জন সুবিধাভোগীর মাঝে মোট ১৮ লক্ষ ৩৮ হাজার ৫০০ টাকা ক্ষুদ্র ঋণ হিসেবে বিতরণ করা হয়।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সমাজসেবা অফিসের আমিনুর রহমান।