শেখ মাহমুদুল হাসান কলারোয়া, সাতক্ষীরা:
৩ নং কয়লা ইউনিয়নে জনগণের চলাচলে অসুবিধা কাটাতে সামনে এসেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কয়লা ইউনিয়ন শাখা। শুক্রবার (১৮ অক্টোবর) সকালে ইউনিয়নের বেহাল রাস্তা মেরামতের জন্য ইটের খোয়া দিয়ে সংস্কার কাজের উদ্বোধন করা হয়। কর্মসূচির উদ্বোধন করেন কলারোয়া উপজেলা জামায়াতে ইসলামী শুরা ও কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মো: আশফাকুর রহমান বিপু।
এ সময় উপস্থিত ছিলেন কয়লা ইউনিয়ন জামায়াতে ইসলামের আমীর শরিফুল ইসলাম, যুব বিভাগের সভাপতি বজলুর রহমান, সমাজসেবা সম্পাদক আনিছুর রহমান পলাশ এবং অন্যান্য দায়িত্বশীল কর্মী ও সমর্থকগণ।
অধ্যক্ষ মো: আশফাকুর রহমান বিপু বলেন, “ইসলামী আন্দোলনের একটি দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী সব সময় মানুষের পাশে ছিল এবং থাকবে ইন শা আল্লাহ। জনগণের জীবনযাত্রায় সাময়িক অসুবিধাগুলি মানবিক দৃষ্টিতে লাঘব করতে আমরা চেষ্টা করবো। এজন্য ইউনিয়নবাসীসহ সকল সচেতন মানুষের সহযোগিতা কামনা করছি।”উল্লেখ্য, কয়লা ইউনিয়নের বিভিন্ন বেহাল রাস্তা সংস্কারের এই কার্যক্রম ধারাবাহিকভাবে চলমান থাকবে বলে জানা যায়। এলাকাবাসী এই মহৎ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।