ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে সানন্দবাড়ীতে বিক্ষোভ মিছিল

মো. মোস্তাইন বিল্লাহ, দেওয়ানগঞ্জ প্রতিনিধি:
ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে জামালপুরের সানন্দবাড়ীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে এবং ফিলিস্তিনের মুক্তিকামী জনগণের আন্দোলনের পক্ষে একাত্মতা প্রকাশ করে উপজেলার চরআমখাওয়া ইউনিয়নে
উলামায়ে কেরাম ও তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

সোমবার (৭ এপ্রিল) আসর
নামাজ শেষে সানন্দবাড়ী কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ থেকে প্রধান প্রধান সড়কে মিছিলটি করা হয়। এদিকে উপজেলার বিভিন্ন মসজিদ-মাদ্রাসা ও পাড়া-মহল্লা থেকে আলেম-উলামা, মুসল্লি ও বিভিন্ন শ্রেণিপেশার ধর্মপ্রাণ শত-শত মানুষ খ- খ- মিছিল করেন। বিক্ষোভ মিছিল শেষে নেত্রী স্থানীয় ওলামায়ে কেরাম বক্তব্য প্রদান করেন।

বক্তারা বলেন, সাম্রাজ্যবাদী ও ইহুদিবাদী শক্তিগুলো ফিলিস্তিনকে উন্মুক্ত কারাগারে পরিণত করেছে। সেখানে নারী, শিশু ও বৃদ্ধদের নির্বিচারে হত্যা করা হচ্ছে। বোমা হামলায় রক্ত ঝরছে নিরীহ মানুষের। এই পরিস্থিতি চলতে থাকলে বিশ্ব আর বসবাসের উপযোগী থাকবে না। আমরা ইসরায়েলের বর্বরতা ও তাদের সহযোগী সামরাজ্যবাদী শক্তির প্রতি তীব্র নিন্দা জানাই।

সেই সাথে ইসরায়েলের পণ্য বয়কটের দাবি জানিয়েছে। এসময় বক্তারা বলেন, ফিলিস্তিনে ছোট ছোট শিশু ও সাধারণ মানুষকে নির্বিচারে হত্যা করা হচ্ছে। এই নির্মমতা আমাদের বিবেককে নাড়া দেয়, কিন্তু বিশ্ব বিবেক যেন নির্বিকার। সভ্যতার নামে যারা আমাদের নীতিকথা শোনায়, তারা ফিলিস্তিনের পক্ষে কেন কথা বলে না – এ প্রশ্ন আজও রয়ে গেছে। দখলদার রাষ্ট্র ইসরায়েল ক্রমাগত ফিলিস্তিনকে কোণঠাসা করছে। যদি এই নিপীড়ন চলতে থাকে, তবে কয়েক দশকের মধ্যেই ফিলিস্তিন বিশ্ব মানচিত্র থেকে মুছে যেতে পারে। আমরা ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়েছি এবং ন্যায়সংগত অধিকার না পাওয়া পর্যন্ত আমাদের প্রতিবাদ চলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *