
সাতক্ষীরার কলারোয়া সীমান্তে অবৈধভাবে ভারত প্রবেশের চেষ্টা করার সময় শ্রী সহাদেব মন্ডল (৩২) নামের এক বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকাল সাড়ে ৪ টায় বিজিবির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
অতীতে, বেলা সাড়ে ১১ টার দিকে কাকডাঙ্গা সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়। শ্রী সহাদেব মন্ডল বরিশাল জেলার উজিপুর থানার হারতাপাড়া গ্রামের মৃত চিত্র মণ্ডলের ছেলে।
বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কলারোয়া থানায় সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।