শেখ মাহমুদুল হাসান, কলারোয়া, সাতক্ষীরা:
সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, সাবেক কলারোয়া উপজেলা যুবদলের সভাপতি ও কলারোয়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জনাব আশরাফ হোসেন বর্তমানে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। আগামীকাল তার দুটি অপারেশন হতে যাচ্ছে।
এই পরিস্থিতিতে, তিনি সকলের কাছে দোয়া কামনা করেছেন। তার সুস্থতার জন্য দোয়া ও ভালোবাসা জানিয়েছেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক, সাতক্ষীরা জেলার সাবেক জেলা বিএনপির সভাপতি এবং তালা-কলারোয়ার সাবেক বারবার নির্বাচিত সংসদ সদস্য জনাব হাবিবুল ইসলাম হাবিব। তিনি সকলকে আশরাফ হোসেনের দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করার আহ্বান জানিয়েছেন।
সবার দোয়ায় আশরাফ হোসেন শিগগিরই সুস্থ হয়ে ফিরবেন, এই আশা জানিয়েছেন সংশ্লিষ্টরা।