সানন্দবাড়ীতে বিকেডিএ’র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

মো. মোস্তাইন বিল্লাহ, দেওয়ানগঞ্জ প্রতিনিধি:

জামালপুর জেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের ব্যবস্থাপনায় দেওয়ানগঞ্জের ২টি ভেনুতে একযোগে পরীক্ষা শুরু হয়।
দেওয়ানগঞ্জ সরকারি আব্দুল খালেক মেমোরিয়াল কলেজে ১২টি প্রতিষ্ঠানের ৪৭৭ জন ও সানন্দবাড়ী ডিগ্রি কলেজ কেন্দ্রে ৬টি প্রতিষ্ঠানের ২০০ জন মোট ৬৭৭ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করেন।

সানন্দবাড়ী কলেজ কেন্দ্রে প্রধান পরীক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন, দি কনফিডেন্স ডিজিটাল কিন্ডারগার্টেন এন্ড স্কুলে পরিচালক মো. শাহজাহান আলী, সহকারী কেন্দ্র প্রধান ট্যালেন্ট সার্চ রেসিডেন্সিয়াল স্কুলের পরিচালক সাইফুল ইসলাম, মাতৃছায়া বিদ্যানিকেতনের পরিচালক কামরুল হাসান, স্টার কিন্ডারগার্টেনের পরিচালক শফিউল হক, প্রতিভা শিশু নিকেতনের পরিচালক রেজাউল করিম রাজা।

সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন অথেনটিক সেন্ট্রাল স্কুলের প্রধান শিক্ষক মোস্তাইন বিল্লাহ।
আইন শৃঙ্খলাবাহিনীর লোকজনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত  ছিলেন।

সানন্দবাড়ী কলেজের অধ্যক্ষ শিক্ষাবিদ সিরাজুল ইসলাম প্রামাণিক পরীক্ষা চলাকালীন সময়ে প্রতিটি কক্ষ পরিদর্শন করেন এবং শান্ত সুষ্ঠু ভাবে পরীক্ষা চালনায় পরিচালক বৃন্দদের ধন্যবাদ জ্ঞাপন ও পরিক্ষার্থীদের মঙ্গল কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *