ওয়াকিফ নুর রাইম ,নিজস্ব প্রতিবেদক
আজ বৃহস্পতিবার (৩ এপ্রিল) সকাল ১০ টায় মির্জাগঞ্জ ইউনিয়ন দরগা শরীফ মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে মির্জাগঞ্জ ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সফল স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী এবং সাবেক বিমান বাহিনীর প্রধান এয়ার ভাইস মার্শাল (অবঃ) আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী ভাইস চেয়ারম্যান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।
এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা বিএনপি ও মির্জাগঞ্জ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।এখানে প্রধান অতিথি সর্বস্তরের মির্জাগঞ্জের মানুষের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় ও মিষ্টিমুখ করেন।জনাব মোঃ ফিরোজ আলম গোলদার সাবেক সদস্য, পটুয়াখালী জেলা বিএনপি সঞ্চালনায় এ অনুষ্ঠান পরিচালিত হয়। তিনি বলেন প্রহসনের ১৭ বছর পর এই আনন্দঘন ঈদ উৎসব উদযাপিত হচ্ছে।